Type something to search...

Gaza Emergency: Hope Initiative 25

Gaza Emergency: Hope Initiative 25

ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে নিস্পাপ মানুষের উপর হামলা চালিয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৪০০+ মানুষ প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। খাদ্য ও চিকিৎসার সংকটে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চরম বিপদের মুখে।মশাল আলো বিশ্বাস করে মানবতার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পূর্বেও আল্লাহর ইচ্ছায় দুই দফায় ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে ফান্ড রেইজিং প্রজেক্ট Hope Initiative: 25 শুরু করেছি।

যেভাবে টাকা পৌঁছাবে: পুরো ফান্ড ‘One Nation’ এর কাছে পাঠানো হবে, ইনশা আল্লাহ। প্রয়োজন অনুযায়ী মশাল আলোর হয়ে উনারা ওই অঞ্চলে খাবার, পানি বা জরুরী প্রয়োজনগুলো পূরণ করবেন। তাদের মাধ্যমে পূর্বেও দুই দফা কাজ করেছি, আলহামদুলিল্লাহ। Every donation, no matter how small, makes a difference. Together, we can bring hope where it's needed most. Extend your hand today!

- Website: https://www.moshalalo.org/

- Payment Gateway: https://invoice.sslcommerz.com/invoice-form?refer=66FCD9AD2E43D&fbclid=IwY2xjawJOY3pleHRuA2FlbQIxMAABHfOjykQ5JS2Zaj5lBQskIuWXWRtmcTegyLpj2I51ksljKn-DuIPL_5HlHg_aem_3-TAFcnd7PmvdXSi2ePR8w

Share :