- 20 Jan, 2025
Aafia Movement - Justice for Aafia
ডাঃ আফিয়া সিদ্দিকীর নাম শুনেনি এমন মানুষ খুবই কম আছে। আফিয়া সিদ্দিকী, আমেরিকার কারাগারের মিথ্যা মামলায় ৮৬ বছরের কারাদণ্ডে শাস্তি ভোগ করছেন। তাকে মুক্ত করতে কাজ করছেন তার বোন 'ফাওজিয়া সিদ্দিকী' এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা। তাদের Aafia Movement - Justice for Aafia নামক একটি ফাউন্ডেশন ও রয়েছে। সম্প্রতি তাকে মুক্ত করতে, ব্রিটিশ আইনজীবী 'Clive Stafford Smith' কাজ শুরু করেছেন এবং তিনি সহযোগিতায় এনেছেন বাগ্রাম-গুয়ানতানামোর মানবিক বন্দী এবং CAGE এর ফাউন্ডার 'Moazzem Beg'। Aafia Movement এর পক্ষ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। তাদের লক্ষ্য £৭৬,০০০, যার মধ্যে এখন পর্যন্ত উঠে এসেছে £৩৩,০০০। এই অর্থের সম্ভাব্য খরচ নিম্নরূপঃLegal & Paralegal Advocacy Travel Medical & Psychological Therapyআমরা ব্যক্তিগতভাবে গবেষণা করেছি এবং নিশ্চিত হয়েছি যে https://aafiamovement.com একটি অর্গানাইজড এবং বৈধ সংস্থা। তাদের ফান্ডরাইজিং ক্যাম্পেইন https://www.muslimgiving.org/freeaafia একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মে চলছে। কারও যদি এ বিষয়ে সরাসরি জানতে ইচ্ছা হয়, তাহলে টুইটারে আফিয়া সিদ্দিকীর পক্ষে কর্মরত আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথের সাথে যোগাযোগ করতে পারেন। টুইটার প্রোফাইল: https://x.com/CliveSSmith এছাড়াও, Aafia Movement এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিয়মিত আপডেট শেয়ার করে থাকে। তাদের পেজের তথ্য অনুযায়ী উক্ত ফান্ডরাইজিং ক্যাম্পেইনের বিস্তারিত লিংক এবং তথ্য সরবরাহ করা হয়েছে। আরও জানতে চাইলে Aafia Movement এর ওয়েবসাইট ভিজিট করা সম্ভব। পরিশেষে, আফিয়া সিদ্দিকীর কেস আমাদের জন্য একটি পরীক্ষা, যা স্বয়ং মুহাম্মদুর রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহর প্রতি আমাদের দায়িত্ব পালন করার এক সুযোগ। এই ফান্ডরাইজিং কেসটি একটি ইউনিক ঘটনা। হয়তো পুরো অর্থ সংগ্রহ করা হলে আর কোনো অর্থ প্রয়োজন হবে না, অথবা এটি তার অসুস্থতার চিকিৎসায় কাজে লাগানো হবে। তবে তাকে সাহায্য করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা অনুচিত। মুসলিম সম্প্রদায়ের উচিত তাকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত উপায়ে কাজ করা। এই দান ও প্রচেষ্টা আল্লাহর নিকট সওয়াব হিসেবে গণ্য হবে। আমাদের বোনের মুক্তির জন্য অংশ নিতে চাইলে কমেন্টসেকশনে বোন আফিয়া সিদ্দিকির জন্য একটা আপিল পেইজ ক্রিয়েট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। লিনক কমেন্টে সেখানে গিয়ে ডোনেট করতে পারেন ইন শা আল্লাহ। কেউ ডোনেট করতে প্রব্লেম ফেইস করলে ইনবক্সে জানাবেন আমরা বিকল্প একাউন্ট প্রভাইড করব ইন শা আল্লাহ। প্রজেক্ট কোড DF89। Donation information: https://sabasanabil.com/projects/donate-for-our-sister-afia-siddiqi-from-bangladesh