Type something to search...

Projects

Support Rahmi's Journey to Beat Leukemia
  • 19 May, 2025

Support Rahmi's Journey to Beat Leukemia

রাহমি, সাত বছর বয়সী এক মেধাবী ও সাহসী ছোট্ট মেয়ে, বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের (NUH) নিবিড় পরিচর্যা কেন্দ্রে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার লিউকেমিয়া ধরা পড়েছে এবং কেমোথেরাপি দেয়া শুরু হয়েছিল। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার শরীরে মারাত্মক জটিলতা দেখা দেয় — প্যানক্রিয়াটাইটিস, সংক্রমণ এবং অঙ্গ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা। ২৮শে মার্চ থেকে সে একাধিকবার আইসিইউতে ভর্তি হয়েছে, এবং তার চিকিৎসাজনিত লড়াই আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠেছে। তার বাবা-মা — দুজনেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট — মূল চিকিৎসার খরচ মেটানোর জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু অতিরিক্ত জটিলতা, জরুরি চিকিৎসা এবং দীর্ঘস্থায়ী হাসপাতালে থাকার কারণে তারা আর্থিকভাবে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছেন। তারা তাদের সঞ্চয় শেষ করেছেন, মূল্যবান জিনিস বিক্রি করেছেন, এবং পরিচিত সকল উৎস ব্যবহার করে ফেলেছেন। এখন, তারা আমাদের সাহায্যের জন্য জরুরিভাবে আবেদন করছেন। সম্পূর্ণ চিকিৎসা ব্যয় ৬০০,০০০ সিঙ্গাপুর ডলারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি পারেন, দয়া করে রাহমির চিকিৎসার জন্য সাহায্য করুন — বিশেষ করে যদি আপনি এই মাসে যাকাত বা সদকা দেওয়ার পরিকল্পনা করে থাকেন। আপনার দান সাহায্য করবে: • জরুরি ও নিবিড় পরিচর্যা ব্যয় মেটাতে • দীর্ঘমেয়াদি হাসপাতালে থাকার খরচে • কেমোথেরাপি পুনরায় শুরু করতে • চলমান পরীক্ষা ও ওষুধের খরচে • রাহমির পুনর্বাসন ও সুস্থতায় প্রবাস থেকে ডোনেট করুন: GoFundMe – রাহমি'র সহায়তায় এগিয়ে আসুন-https://gofund.me/2e03ab2f এই কঠিন সময়ে দয়া করে রাহমি ও তার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ যেন রাহমিকে শিফা দান করেন, এবং তার ও তার পরিবারের জন্য সবকিছু সহজ করে দেন।

কুরবানী প্রজেক্ট ২০২৫
  • 16 May, 2025

কুরবানী প্রজেক্ট ২০২৫

বিগত কয়েক বছর আগে সরেজমিনে আমরা দেশের কিছু আশ্রয়কেন্দ্রে এতিম বিধবা ও দরিদ্রদের নিয়ে একটি সার্ভে পরিচালনা করেছিলাম যে কে কে সুদে ঋণ নিয়েছেন এবং কারা কারা ৬মাসে একবার গরুর গোশত খেয়েছেন। অবাক করার বিষয় হচ্ছে ৬মাসে একবার গরুর গোশত ত দূরে থাক আমরা দেখেছি কিভাবে এরা শুধু হাতে তোলা শাক আর ভাত খেয়ে বেচে থাকে দিনের পর দিন। কুরবানীর ঈদে অনেকই মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে গোশত টোকানোর জন্য। অনেকেই আবার সে গোশত বিক্রি করে দেয় বিভিন্ন বাজারে। আর সে গোশত গুলো কিনে নেয় সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা সামর্থ্যের অভাবে কুরবানি ও দিতে পারে না মানুষের কাছে চাইতেও পারে না। আমরা নিয়ত রাখি এ বছর ইন শা আল্লাহ এই কুরবানীর মাংস আমরা পৌছে দিব: ১. দেশের উত্তরবঙ্গের দরিদ্র মানুষের কাছে সেই সাথে বিভিন্ন প্রত্যন্ত চরের মাদ্রাসাগুলোতে ইন শা আল্লাহ। ২. পাহাড়ের নওমুসলিমদের কাছে ৩. নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে যারা কুরবানি দিতে পারে নি। ৪. ফিলিস্তিনের ভাই বোনদের কাছে ইন শা আল্লাহ। বিগত কয়েক বছর যারা আমাদের মাধ্যমে কোরবানি আদায় করেছেন তারা এটা জানেন যে কোরবানির প্রজেক্ট আমরা শুধু কুরবানী আদায় করি না সাথে এটাও চেষ্টা করি যেন অত্যন্ত এলাকায় বিশেষ করে মিশনারী আক্রান্ত এলাকাগুলোতে। আমাদের সব সময় চেষ্টা থাকে যেন একদম প্রত্যন্ত এলাকা থেকে গরুগুলো কিনে স্বল্প খরচের মধ্যে আদায় করতে পারি যাতে করে যাদের বাজেট কম তারাও কোরবানি গুলো এরকম প্রত্যন্ত এলাকায় আদায় করে ফেলতে পারে। এছাড়া অনেকে ভাইবোন আছেন যারা একাধিক কুরবানী করার স্বামর্থ্য রাখেন তারা আগ্রহী হলে একাধিক কোরবানির ক্ষেত্রে অন্তত নওমুসলিম এলাকা কিংবা মিশনারি আক্রান্ত এলাকাগুলো তে এক অন্তত একটি নফল কোরবানীর জন্য বাজেট রাখতে পারেন ইনশাআল্লাহ। কুরবানি প্রজেক্টে ওয়াজিব ও নফল কুরবানী দিয়ে অংশ নিতে চাইলে নিচের একাউন্ট গুলোতে আগামী ৮ জিলহজ্জ অর্থাৎ ৬ই জুন এর মধ্যে আপনার টাকা পাঠিয়ে দিন। #নোট এ বছরে আমাদের কুরবানী প্রজেক্টর প্যাকেজ: ১। একটা ছোট সাইজের গরু - ৫৬০০০/= ২। ছোট সাইজের গরুর প্রতি ভাগ- ৮০০০/= ৩। একটা মাঝারি সাইজের গরু- ৭০০০০/= ৪। মাঝারি সাইজের গরুর প্রতি ভাগ- ১০০০০/- ৫। একটা বড় সাইজের গরু - ৮০৫০০/= ৬। বড় সাইজের গরুর প্রতি ভাগ- ১১৫০০/-. ৭। একটা মাঝারি সাইজের খাসি- ১৫০০০/= ৮। একটা মাঝারি সাইজের ছাগল - ১০০০০/= এছাড়া উপরের একাউন্টগুলোতে যে কোন পরিমাণ নফল সাদাকা করতে পারবেন আমাদের কুরবানির ফান্ডে ইনশাআল্লাহ। নফল সাদাকাহ থেকেও দেশের বিভিন্ন প্রান্তে আপনার নফল কুরবানী আদায় করা হবে ইন শা আল্লাহ। নিয়মাবলী:টাকা পাঠানোর পরে আমাদের পেইজের ইনবক্সে কোন নাম্বার থেকে কত টাকা পাঠিয়েছেন এবং কোন পশুর জন্য (ভাগে দিলে ভাগের সংখ্যা) সেটা উল্লেখ করে দেবেন। সেই সাথে আপনার মোবাইল নম্বরটিও ইনবক্সে দিয়ে দিবেন। প্রজেক্ট কোড DF98 উল্লেখ করে দিবেন মেসেজে। টাকা পাঠানোর পরে আপনার পশুর টোকেন নাম্বারের জন্য মেসেজ দিয়ে রাখুন। এই মাসের ৫ই জুন এর মধ্যে আপনাকে টোকেন দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। নফল সাদাকাহ পাঠালে টোকেন নম্বর লাগবে না। ওয়াজিব কুরবানীর ক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদে টাকা পাঠালে চার্জ সহ টাকা পাঠাবেন ইন শা আল্লাহ।-সর্বোপরি আমাদের এই কুরবানীর প্রজেক্টে সবাইকে নিজ নিজ হালাল উপার্জন থেকে অংশগ্রহণের অনুরোধ করছি।

গাজায় কেউ সহায়তা করতে ইচ্ছুক হলে
  • 23 Mar, 2025

গাজায় কেউ সহায়তা করতে ইচ্ছুক হলে

গাজায় খাবার বিতরণ: ভিডিও দেখুন গাজায় একটা শহিদ পরিবারে কিছু হাদিয়াঃ ভিডিও দেখুন মিশরের ১ হাজার পাউন্ড কিনতে বাংলা টাকা ২৫৮০ টাকা লাগে। মিশরের ১ হাজার পাউন্ড গাজায় পাঠালে সেখানে জায়গা বিশেষে ৫২/৫০/ শেকেল। মিশরে আমি কয়েকবার গিয়েছি।মিশরের যারা গাজার মানুষ আশ্রয় নিয়েছে তাদের নিজ পরিবারের অনেক সদস্যই গাজায় আছেন আমি সরাসসরি কথা বলি ভিডিও কলে গাজার বিভিন্ন এলাকা দেখি। টাকা পাঠালে হাতে পেতে নির্দিষ্ট ব্যক্তির কাছে ৪/৫ দিন লেগে যায় অনেক সময়ে।অনেক জায়গায় দ্রুত পাওয়া যায়। সেখানে তো আর যাতায়াত ও দোকান মোড়ে মোড়ে নাই।মনে করেন মিরপুরে টাকা পাঠাবেন। সেই ব্যক্তি কে টাকা নিতে আসতে হচ্ছে গুলিস্তানে।

ষোলো - ১০০ জন মাসিক সহযোগী প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা অনুদান দিলেই
  • 18 Mar, 2025

ষোলো - ১০০ জন মাসিক সহযোগী প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা অনুদান দিলেই

- Gen-Z এত বেয়াদব। - এখনকার পোলাপান কথা শোনে না। - অদেরকে দিয়ে কিছু হয় না। - সারাদিন পাবজি আর টিকটক। Gen-Z নিয়ে বড়দের অভিযোগের শেষ নেই! কিন্তু তাদের এই ক্রাইসিসগুলোর জন্য কি আমাদের কোনো দায় নেই? অবশ্যই আছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে তিন কোটির বেশি ছেলেমেয়ে ১৫-২৪ বছরের। যেখানে মুসলিম ছেলেদের হবার কথা ছিল উসামা বিন যায়িদ, তারিক বিন যিয়াদদের মতো, সেখানে তাদেরকে আমরা রেখে দিলাম নেশা, অশ্লীলতা আর জুয়ার জগতে। একটু তাকিয়ে দেখলাম না পাশের ছোট ভাইটার প্রতি; যে ব্রেকাপের দুঃখে এখন ডিপ্রেশনে ভুগছে। খোঁজ নিলাম না সেই বোনটির; যাকে ভুলিয়ে ভালিয়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে জীবন শেষ করে দিচ্ছে। এই নিদারুণ অবক্ষয় ঠেকাতে আমাদের কি কিছুই করার নেই? এই প্রশ্ন থেকেই আমাদের উদ্যোগ ষোলো। সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণি কিশোর-তরুণদের মরীচিকার হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, আল্লাহ-প্রদত্ত মনের স্বাভাবিকতা বা ফিতরাত ফিরিয়ে আনা যায়, তা নিয়েই আমাদের প্রচেষ্টা। আমাদের লক্ষ্য- কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের ইসলামী মূল্যবোধে দীক্ষিত করে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলা।আমাদের প্রধান কাজ হলো নিয়মিত ম্যাগাজিন প্রকাশ। এ পর্যন্ত আমাদের ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এলাকা, বা স্কুল-কলেজ ভিত্তিক নিয়মিত পাঠচক্র এবং ক্যাম্পেইন। এছাড়াও সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে লেখালেখি, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি, প্রতিযোগিতা, এবং ওয়েবিনার আয়োজন।আমাদের অনেক পরিকল্পনা, কিন্তু পথ অনেক দুর্গম। এ-ধরনের দীর্ঘমেয়াদি কাজে এগিয়ে আসার লোক অনেক কম। বছরে আমাদের পরিকিল্পিত খরচ ১৪ লাখের বেশি, যেখানে ম্যাগাজিন রয়ালটি এবং বিজ্ঞাপন থেকে আমরা বড়জোর ২-২.৫০ লাখ টাকা পেতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পাঠকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তা অসাধারণ! ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমরা আমাদের সমাজের চিত্র বদলে দিতে পারব। আর এর সাথে আমরা চাই আপনাদেরকেও। ১০০ জন মাসিক সহযোগী প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা অনুদান দিলেই আমাদের লক্ষ্য পূরণ হবে ইনশাআল্লাহ। এই বরকতময় রমাদান মাসে আমাদের ছোট এই প্রচেষ্টায় মাসিক সহযোগী হতে যোগাযোগ করুন: WhatsApp/Phone: +8801511-162016 Email: editor.sholo@gmail.com

গাজ্জায় যাকাত পাঠাতে আগ্রহী যারা
  • 13 Mar, 2025

গাজ্জায় যাকাত পাঠাতে আগ্রহী যারা

খাবারের টেবিলে বসে উম্মাহর ভাইবোনদের স্বরণ রাখছি তো? বিগত অনেক দিন যাবত Sab'a Sanabil Foundation উম্মাহর পবিত্র ভূমিতে বাংলাদেশ থেকে সাধারণ সাদাকাহ ও যাকাতের নগদ অর্থ উম্মাহর মাজলুম ভাই-বোন, শহীদদের পরিবারদের মধ্যে বিতরণ করছে। সাব'আ সানাবিল ফাউন্ডেশন এ বছর আপনাদের প্রদানকৃত যাকাতের একটা অংশ আবারও গাজাবাসীদের জন্য বরাদ্দ করবেন ইন শা আল্লাহ। সাধ্যমত যাকাতের অংশ ক্ষতিগ্রস্ত উম্মাহ ও মাজলুমদের জন্য বরাদ্দ রাখতে পারব কি ইন শা আল্লাহ? নোট:যাকাতের অর্থ পাঠানোর সময় মোবাইল ব্যাংকিং খরচ সহ পাঠাবেন কারণ আপনার দেয়ার যাকাত অনেক সময় আমাদের এমন কাউকে পাঠানো লাগতে পারে যাদেরকে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে পাঠানো হতে পারে সে ক্ষেত্রে সেই যাকাতের অর্থ পাঠানোর খরচ যাকাত প্রদানকারীকে দিতে হবে

মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন
  • 03 Mar, 2025

মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন

রমাদান মাসে অনেকে রিলায়েবল সোর্স ও যথার্থ জায়গা খুজেন দান-সাদাকা করার জন্য। এবার Ahmad Kaoser ভাই উদ্যোগ নিয়েছেন লক্ষীপুরের কয়েকটা মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন এর। আগ্রহীরা কন্ট্রিবিউট করতে পারেন ইন শা আল্লাহ। রমজানের বারাকাহ ভাগ করে নিন! এই রমজানে ২,০০০+ ত্বলিবুল ইলমের ইফতার করানোর উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ। আপনার দানের মাধ্যমে আপনি অসংখ্য ত্বলিবুল ইলম রোযাদারের দোয়ার অংশীদার হতে পারেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করায়, সে রোযাদারের সমান সওয়াব লাভ করবে, তবে রোযাদারের সওয়াব মোটেও কমানো হবে না।” (তিরমিজি)

অভিযাত্রিক যাকাত ফান্ড
  • 27 Feb, 2025

অভিযাত্রিক যাকাত ফান্ড

আলহামদুলিল্লাহ, FHP-131 প্রজেক্টের মাধ্যমে এই সপ্তাহে আমাদের সংগ্রহ দাড়িয়েছে ৭ লক্ষ ৮৩ হাজার টাকা। এই টাকা দিয়ে আমরা প্রথম রমাদ্বান থেকে শেষ রমাদ্বান পর্যন্ত প্রতিদিন যাকাতের হকদ্বার কিছু মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে সকল সম্মানিত দাতা সদস্যগণ এই প্রজেক্টে অংশ নিয়েছেন তারা রমাদ্বানের প্রতিদিন সিয়ামরত অবস্থায় ধারাবাহিক দানের আমল করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এছাড়া রমাদ্বান শুরু হওয়ার পরেও আপনারা আমাদের যাকাতের জন্য নির্দিষ্ট ব্যাংক একাউন্টে আপনাদের যাকাতের টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ। অনেক অনেক মানুষের উপকার হবে আল্লাহ চাইলে।আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কে কবুল করুন। আমীন।

Aafia Movement - Justice for Aafia
  • 20 Jan, 2025

Aafia Movement - Justice for Aafia

ডাঃ আফিয়া সিদ্দিকীর নাম শুনেনি এমন মানুষ খুবই কম আছে। আফিয়া সিদ্দিকী, আমেরিকার কারাগারের মিথ্যা মামলায় ৮৬ বছরের কারাদণ্ডে শাস্তি ভোগ করছেন। তাকে মুক্ত করতে কাজ করছেন তার বোন 'ফাওজিয়া সিদ্দিকী' এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা। তাদের Aafia Movement - Justice for Aafia নামক একটি ফাউন্ডেশন ও রয়েছে। সম্প্রতি তাকে মুক্ত করতে, ব্রিটিশ আইনজীবী 'Clive Stafford Smith' কাজ শুরু করেছেন এবং তিনি সহযোগিতায় এনেছেন বাগ্রাম-গুয়ানতানামোর মানবিক বন্দী এবং CAGE এর ফাউন্ডার 'Moazzem Beg'। Aafia Movement এর পক্ষ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। তাদের লক্ষ্য £৭৬,০০০, যার মধ্যে এখন পর্যন্ত উঠে এসেছে £৩৩,০০০। এই অর্থের সম্ভাব্য খরচ নিম্নরূপঃLegal & Paralegal Advocacy Travel Medical & Psychological Therapyআমরা ব্যক্তিগতভাবে গবেষণা করেছি এবং নিশ্চিত হয়েছি যে https://aafiamovement.com একটি অর্গানাইজড এবং বৈধ সংস্থা। তাদের ফান্ডরাইজিং ক্যাম্পেইন https://www.muslimgiving.org/freeaafia একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মে চলছে। কারও যদি এ বিষয়ে সরাসরি জানতে ইচ্ছা হয়, তাহলে টুইটারে আফিয়া সিদ্দিকীর পক্ষে কর্মরত আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথের সাথে যোগাযোগ করতে পারেন। টুইটার প্রোফাইল: https://x.com/CliveSSmith এছাড়াও, Aafia Movement এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিয়মিত আপডেট শেয়ার করে থাকে। তাদের পেজের তথ্য অনুযায়ী উক্ত ফান্ডরাইজিং ক্যাম্পেইনের বিস্তারিত লিংক এবং তথ্য সরবরাহ করা হয়েছে। আরও জানতে চাইলে Aafia Movement এর ওয়েবসাইট ভিজিট করা সম্ভব। পরিশেষে, আফিয়া সিদ্দিকীর কেস আমাদের জন্য একটি পরীক্ষা, যা স্বয়ং মুহাম্মদুর রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহর প্রতি আমাদের দায়িত্ব পালন করার এক সুযোগ। এই ফান্ডরাইজিং কেসটি একটি ইউনিক ঘটনা। হয়তো পুরো অর্থ সংগ্রহ করা হলে আর কোনো অর্থ প্রয়োজন হবে না, অথবা এটি তার অসুস্থতার চিকিৎসায় কাজে লাগানো হবে। তবে তাকে সাহায্য করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা অনুচিত। মুসলিম সম্প্রদায়ের উচিত তাকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত উপায়ে কাজ করা। এই দান ও প্রচেষ্টা আল্লাহর নিকট সওয়াব হিসেবে গণ্য হবে। আমাদের বোনের মুক্তির জন্য অংশ নিতে চাইলে কমেন্টসেকশনে বোন আফিয়া সিদ্দিকির জন্য একটা আপিল পেইজ ক্রিয়েট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। লিনক কমেন্টে সেখানে গিয়ে ডোনেট করতে পারেন ইন শা আল্লাহ। কেউ ডোনেট করতে প্রব্লেম ফেইস করলে ইনবক্সে জানাবেন আমরা বিকল্প একাউন্ট প্রভাইড করব ইন শা আল্লাহ। প্রজেক্ট কোড DF89। Donation information: https://sabasanabil.com/projects/donate-for-our-sister-afia-siddiqi-from-bangladesh

ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত
  • 15 Jan, 2025

ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত

আসসালামু আলাইকুম ভাই সব, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন আমাদের সকলের প্রিয় ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত। তার দুটো কিডনিতেই নষ্ট হয়ে গেছে । ডাক্তারের ভাষ্য মতে যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন, যেখানে খরচ পড়বে আনুমানিক ৩০ থেকে ৭০ লাখ টাকা। তাই সকলের আন্তরিক দুআ এবং আর্থিক সাহায্যের প্রয়োজন। তাছাড়া প্রতিনিয়ত A+ রক্তের প্রয়োজন হবে ডায়ালাইসিস এর জন্য। তাই আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। +880 1709-665039 +880 1322-257101 এই দুইটি নাম্বার রেজার বড় ভাই আজিমের নাম্বার। যেকোনো কিছু জানতে বা বলতে চাইলে এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। Check Referral Link