Type something to search...

Donate to Create Impact

You are a fundraiser? Promote through us!

Weekly Active Users

Weekly Active Users

370+

Last Month Donation

Last Month Donation

150+

Last Month Shares

Last Month Shares

705+

hero

Projects

সাদাকাতুল ফিতর ফান্ড ২০২৫
  • 26 Mar, 2025

সাদাকাতুল ফিতর ফান্ড ২০২৫

সাদাকাতুল ফিতর ফান্ড ২০২৫ তাসমিয়াহ আয়োজন প্যাকেজের উপাদানসমূহ: • ব্রয়লার মুরগি ১ টা • সেমাই ১ প্যাকেট • সয়াবিন তেল ১/২ লিটার • পোলাও চাল ১ কেজি • সাধারণ চাল ২.৫ কেজি • চিনি ১/২ কেজি • তরল বা পাউডার দুধ ১ প্যাকেট • কিসমিস পরিমাণ মত প্রতি প্যাকেজ: ১১৫০ টাকা (প্যাকেজিং, বিতরণ ও ক্যাশআউট চার্জ সহ) সদকাতুল ফিতর প্রজেক্টের প্যাকেজ মূল্যে ১১৫০ টাকা। তাই ১১৫০/২৩০০/৩৪৫০ টাকা অর্থাৎ ১১৫০ টাকার মাল্টিপল এমাউন্ট দিতে পারবেন। ১০০/২০০/৫০০ এমন ভগ্নাংশ এমাউন্ট পাঠানো যাবে না। বিকাশ/নগদ/রকেট এর ক্যাশ আউট চার্জ যুক্ত আছে। তাই অতিরিক্ত টাকা পাঠাবেন না।টাকা পাঠানোর সময় রেফারেন্সের ঘরে কিছু না লিখলেও সমস্যা নাই টাকা পাঠানোর শেষ তারিখ: ২৮ মার্চ (জুমাবার) মাগরিবের আগে পর্যন্ত

Gaza Emergency: Hope Initiative 25
  • 25 Mar, 2025

Gaza Emergency: Hope Initiative 25

ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে নিস্পাপ মানুষের উপর হামলা চালিয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৪০০+ মানুষ প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। খাদ্য ও চিকিৎসার সংকটে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চরম বিপদের মুখে।মশাল আলো বিশ্বাস করে মানবতার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পূর্বেও আল্লাহর ইচ্ছায় দুই দফায় ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে ফান্ড রেইজিং প্রজেক্ট Hope Initiative: 25 শুরু করেছি। যেভাবে টাকা পৌঁছাবে: পুরো ফান্ড ‘One Nation’ এর কাছে পাঠানো হবে, ইনশা আল্লাহ। প্রয়োজন অনুযায়ী মশাল আলোর হয়ে উনারা ওই অঞ্চলে খাবার, পানি বা জরুরী প্রয়োজনগুলো পূরণ করবেন। তাদের মাধ্যমে পূর্বেও দুই দফা কাজ করেছি, আলহামদুলিল্লাহ। Every donation, no matter how small, makes a difference. Together, we can bring hope where it's needed most. Extend your hand today! - Website: https://www.moshalalo.org/ - Payment Gateway: https://invoice.sslcommerz.com/invoice-form?refer=66FCD9AD2E43D&fbclid=IwY2xjawJOY3pleHRuA2FlbQIxMAABHfOjykQ5JS2Zaj5lBQskIuWXWRtmcTegyLpj2I51ksljKn-DuIPL_5HlHg_aem_3-TAFcnd7PmvdXSi2ePR8w

গাজায় কেউ সহায়তা করতে ইচ্ছুক হলে
  • 23 Mar, 2025

গাজায় কেউ সহায়তা করতে ইচ্ছুক হলে

গাজায় খাবার বিতরণ: ভিডিও দেখুন গাজায় একটা শহিদ পরিবারে কিছু হাদিয়াঃ ভিডিও দেখুন মিশরের ১ হাজার পাউন্ড কিনতে বাংলা টাকা ২৫৮০ টাকা লাগে। মিশরের ১ হাজার পাউন্ড গাজায় পাঠালে সেখানে জায়গা বিশেষে ৫২/৫০/ শেকেল। মিশরে আমি কয়েকবার গিয়েছি।মিশরের যারা গাজার মানুষ আশ্রয় নিয়েছে তাদের নিজ পরিবারের অনেক সদস্যই গাজায় আছেন আমি সরাসসরি কথা বলি ভিডিও কলে গাজার বিভিন্ন এলাকা দেখি। টাকা পাঠালে হাতে পেতে নির্দিষ্ট ব্যক্তির কাছে ৪/৫ দিন লেগে যায় অনেক সময়ে।অনেক জায়গায় দ্রুত পাওয়া যায়। সেখানে তো আর যাতায়াত ও দোকান মোড়ে মোড়ে নাই।মনে করেন মিরপুরে টাকা পাঠাবেন। সেই ব্যক্তি কে টাকা নিতে আসতে হচ্ছে গুলিস্তানে।

ষোলো - ১০০ জন মাসিক সহযোগী প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা অনুদান দিলেই
  • 18 Mar, 2025

ষোলো - ১০০ জন মাসিক সহযোগী প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা অনুদান দিলেই

- Gen-Z এত বেয়াদব। - এখনকার পোলাপান কথা শোনে না। - অদেরকে দিয়ে কিছু হয় না। - সারাদিন পাবজি আর টিকটক। Gen-Z নিয়ে বড়দের অভিযোগের শেষ নেই! কিন্তু তাদের এই ক্রাইসিসগুলোর জন্য কি আমাদের কোনো দায় নেই? অবশ্যই আছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে তিন কোটির বেশি ছেলেমেয়ে ১৫-২৪ বছরের। যেখানে মুসলিম ছেলেদের হবার কথা ছিল উসামা বিন যায়িদ, তারিক বিন যিয়াদদের মতো, সেখানে তাদেরকে আমরা রেখে দিলাম নেশা, অশ্লীলতা আর জুয়ার জগতে। একটু তাকিয়ে দেখলাম না পাশের ছোট ভাইটার প্রতি; যে ব্রেকাপের দুঃখে এখন ডিপ্রেশনে ভুগছে। খোঁজ নিলাম না সেই বোনটির; যাকে ভুলিয়ে ভালিয়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে জীবন শেষ করে দিচ্ছে। এই নিদারুণ অবক্ষয় ঠেকাতে আমাদের কি কিছুই করার নেই? এই প্রশ্ন থেকেই আমাদের উদ্যোগ ষোলো। সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণি কিশোর-তরুণদের মরীচিকার হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, আল্লাহ-প্রদত্ত মনের স্বাভাবিকতা বা ফিতরাত ফিরিয়ে আনা যায়, তা নিয়েই আমাদের প্রচেষ্টা। আমাদের লক্ষ্য- কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের ইসলামী মূল্যবোধে দীক্ষিত করে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলা।আমাদের প্রধান কাজ হলো নিয়মিত ম্যাগাজিন প্রকাশ। এ পর্যন্ত আমাদের ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এলাকা, বা স্কুল-কলেজ ভিত্তিক নিয়মিত পাঠচক্র এবং ক্যাম্পেইন। এছাড়াও সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে লেখালেখি, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি, প্রতিযোগিতা, এবং ওয়েবিনার আয়োজন।আমাদের অনেক পরিকল্পনা, কিন্তু পথ অনেক দুর্গম। এ-ধরনের দীর্ঘমেয়াদি কাজে এগিয়ে আসার লোক অনেক কম। বছরে আমাদের পরিকিল্পিত খরচ ১৪ লাখের বেশি, যেখানে ম্যাগাজিন রয়ালটি এবং বিজ্ঞাপন থেকে আমরা বড়জোর ২-২.৫০ লাখ টাকা পেতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পাঠকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তা অসাধারণ! ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমরা আমাদের সমাজের চিত্র বদলে দিতে পারব। আর এর সাথে আমরা চাই আপনাদেরকেও। ১০০ জন মাসিক সহযোগী প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা অনুদান দিলেই আমাদের লক্ষ্য পূরণ হবে ইনশাআল্লাহ। এই বরকতময় রমাদান মাসে আমাদের ছোট এই প্রচেষ্টায় মাসিক সহযোগী হতে যোগাযোগ করুন: WhatsApp/Phone: +8801511-162016 Email: editor.sholo@gmail.com

গাজ্জায় যাকাত পাঠাতে আগ্রহী যারা
  • 13 Mar, 2025

গাজ্জায় যাকাত পাঠাতে আগ্রহী যারা

খাবারের টেবিলে বসে উম্মাহর ভাইবোনদের স্বরণ রাখছি তো? বিগত অনেক দিন যাবত Sab'a Sanabil Foundation উম্মাহর পবিত্র ভূমিতে বাংলাদেশ থেকে সাধারণ সাদাকাহ ও যাকাতের নগদ অর্থ উম্মাহর মাজলুম ভাই-বোন, শহীদদের পরিবারদের মধ্যে বিতরণ করছে। সাব'আ সানাবিল ফাউন্ডেশন এ বছর আপনাদের প্রদানকৃত যাকাতের একটা অংশ আবারও গাজাবাসীদের জন্য বরাদ্দ করবেন ইন শা আল্লাহ। সাধ্যমত যাকাতের অংশ ক্ষতিগ্রস্ত উম্মাহ ও মাজলুমদের জন্য বরাদ্দ রাখতে পারব কি ইন শা আল্লাহ? নোট:যাকাতের অর্থ পাঠানোর সময় মোবাইল ব্যাংকিং খরচ সহ পাঠাবেন কারণ আপনার দেয়ার যাকাত অনেক সময় আমাদের এমন কাউকে পাঠানো লাগতে পারে যাদেরকে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে পাঠানো হতে পারে সে ক্ষেত্রে সেই যাকাতের অর্থ পাঠানোর খরচ যাকাত প্রদানকারীকে দিতে হবে

মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন
  • 03 Mar, 2025

মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন

রমাদান মাসে অনেকে রিলায়েবল সোর্স ও যথার্থ জায়গা খুজেন দান-সাদাকা করার জন্য। এবার Ahmad Kaoser ভাই উদ্যোগ নিয়েছেন লক্ষীপুরের কয়েকটা মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন এর। আগ্রহীরা কন্ট্রিবিউট করতে পারেন ইন শা আল্লাহ। রমজানের বারাকাহ ভাগ করে নিন! এই রমজানে ২,০০০+ ত্বলিবুল ইলমের ইফতার করানোর উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ। আপনার দানের মাধ্যমে আপনি অসংখ্য ত্বলিবুল ইলম রোযাদারের দোয়ার অংশীদার হতে পারেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করায়, সে রোযাদারের সমান সওয়াব লাভ করবে, তবে রোযাদারের সওয়াব মোটেও কমানো হবে না।” (তিরমিজি)

অভিযাত্রিক যাকাত ফান্ড
  • 27 Feb, 2025

অভিযাত্রিক যাকাত ফান্ড

আলহামদুলিল্লাহ, FHP-131 প্রজেক্টের মাধ্যমে এই সপ্তাহে আমাদের সংগ্রহ দাড়িয়েছে ৭ লক্ষ ৮৩ হাজার টাকা। এই টাকা দিয়ে আমরা প্রথম রমাদ্বান থেকে শেষ রমাদ্বান পর্যন্ত প্রতিদিন যাকাতের হকদ্বার কিছু মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে সকল সম্মানিত দাতা সদস্যগণ এই প্রজেক্টে অংশ নিয়েছেন তারা রমাদ্বানের প্রতিদিন সিয়ামরত অবস্থায় ধারাবাহিক দানের আমল করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এছাড়া রমাদ্বান শুরু হওয়ার পরেও আপনারা আমাদের যাকাতের জন্য নির্দিষ্ট ব্যাংক একাউন্টে আপনাদের যাকাতের টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ। অনেক অনেক মানুষের উপকার হবে আল্লাহ চাইলে।আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কে কবুল করুন। আমীন।

Aafia Movement - Justice for Aafia
  • 20 Jan, 2025

Aafia Movement - Justice for Aafia

ডাঃ আফিয়া সিদ্দিকীর নাম শুনেনি এমন মানুষ খুবই কম আছে। আফিয়া সিদ্দিকী, আমেরিকার কারাগারের মিথ্যা মামলায় ৮৬ বছরের কারাদণ্ডে শাস্তি ভোগ করছেন। তাকে মুক্ত করতে কাজ করছেন তার বোন 'ফাওজিয়া সিদ্দিকী' এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা। তাদের Aafia Movement - Justice for Aafia নামক একটি ফাউন্ডেশন ও রয়েছে। সম্প্রতি তাকে মুক্ত করতে, ব্রিটিশ আইনজীবী 'Clive Stafford Smith' কাজ শুরু করেছেন এবং তিনি সহযোগিতায় এনেছেন বাগ্রাম-গুয়ানতানামোর মানবিক বন্দী এবং CAGE এর ফাউন্ডার 'Moazzem Beg'। Aafia Movement এর পক্ষ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। তাদের লক্ষ্য £৭৬,০০০, যার মধ্যে এখন পর্যন্ত উঠে এসেছে £৩৩,০০০। এই অর্থের সম্ভাব্য খরচ নিম্নরূপঃLegal & Paralegal Advocacy Travel Medical & Psychological Therapyআমরা ব্যক্তিগতভাবে গবেষণা করেছি এবং নিশ্চিত হয়েছি যে https://aafiamovement.com একটি অর্গানাইজড এবং বৈধ সংস্থা। তাদের ফান্ডরাইজিং ক্যাম্পেইন https://www.muslimgiving.org/freeaafia একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মে চলছে। কারও যদি এ বিষয়ে সরাসরি জানতে ইচ্ছা হয়, তাহলে টুইটারে আফিয়া সিদ্দিকীর পক্ষে কর্মরত আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথের সাথে যোগাযোগ করতে পারেন। টুইটার প্রোফাইল: https://x.com/CliveSSmith এছাড়াও, Aafia Movement এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিয়মিত আপডেট শেয়ার করে থাকে। তাদের পেজের তথ্য অনুযায়ী উক্ত ফান্ডরাইজিং ক্যাম্পেইনের বিস্তারিত লিংক এবং তথ্য সরবরাহ করা হয়েছে। আরও জানতে চাইলে Aafia Movement এর ওয়েবসাইট ভিজিট করা সম্ভব। পরিশেষে, আফিয়া সিদ্দিকীর কেস আমাদের জন্য একটি পরীক্ষা, যা স্বয়ং মুহাম্মদুর রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহর প্রতি আমাদের দায়িত্ব পালন করার এক সুযোগ। এই ফান্ডরাইজিং কেসটি একটি ইউনিক ঘটনা। হয়তো পুরো অর্থ সংগ্রহ করা হলে আর কোনো অর্থ প্রয়োজন হবে না, অথবা এটি তার অসুস্থতার চিকিৎসায় কাজে লাগানো হবে। তবে তাকে সাহায্য করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা অনুচিত। মুসলিম সম্প্রদায়ের উচিত তাকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত উপায়ে কাজ করা। এই দান ও প্রচেষ্টা আল্লাহর নিকট সওয়াব হিসেবে গণ্য হবে। আমাদের বোনের মুক্তির জন্য অংশ নিতে চাইলে কমেন্টসেকশনে বোন আফিয়া সিদ্দিকির জন্য একটা আপিল পেইজ ক্রিয়েট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। লিনক কমেন্টে সেখানে গিয়ে ডোনেট করতে পারেন ইন শা আল্লাহ। কেউ ডোনেট করতে প্রব্লেম ফেইস করলে ইনবক্সে জানাবেন আমরা বিকল্প একাউন্ট প্রভাইড করব ইন শা আল্লাহ। প্রজেক্ট কোড DF89। Donation information: https://sabasanabil.com/projects/donate-for-our-sister-afia-siddiqi-from-bangladesh

ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত
  • 15 Jan, 2025

ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত

আসসালামু আলাইকুম ভাই সব, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন আমাদের সকলের প্রিয় ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত। তার দুটো কিডনিতেই নষ্ট হয়ে গেছে । ডাক্তারের ভাষ্য মতে যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন, যেখানে খরচ পড়বে আনুমানিক ৩০ থেকে ৭০ লাখ টাকা। তাই সকলের আন্তরিক দুআ এবং আর্থিক সাহায্যের প্রয়োজন। তাছাড়া প্রতিনিয়ত A+ রক্তের প্রয়োজন হবে ডায়ালাইসিস এর জন্য। তাই আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। +880 1709-665039 +880 1322-257101 এই দুইটি নাম্বার রেজার বড় ভাই আজিমের নাম্বার। যেকোনো কিছু জানতে বা বলতে চাইলে এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। Check Referral Link

অভিযাত্রিক জামে মাসজিদ ও দাওয়া সেন্টার
  • 24 Dec, 2024

অভিযাত্রিক জামে মাসজিদ ও দাওয়া সেন্টার

আপনারা সবাই আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই শুক্রবারে আমরা আল্লাহর ঘর অভিযাত্রিক জামে মাসজিদ ও দাওয়া সেন্টারের দ্বিতীয় তলার নির্মাণ কাজের জন্য ফান্ড সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ছবির ডিজাইন অনুযায়ী মাসজিদটির নীচতলার কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন হয়েছে এবং শুক্রবারের জুমু'আ সহ পাঁচ ওয়াক্ত সলাত নিয়মিত ভাবে আদায় হচ্ছে, আলহামদুলিল্লাহ। এছাড়া দ্বোতালার ছাদ ঢালাই দিয়ে দেওয়া হয়েছে। বলা যায় মাসজিদের ৭৫% কাজ সমাপ্ত হয়ে গেছে। এখন অবশিষ্ট ২৫% কাজের জন্য প্রায় ৫ লক্ষ টাকা সহযোগিতা প্রয়োজন। রমাদ্বান মাস দান করার সবচেয়ে উপযুক্ত সময় আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসেন ইনশাআল্লাহ। অভিযাত্রিক মাসজিদটি দিনাজপুর শহরের বিরল উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা শালবনের পাশে অবস্থিত। সেখানে অনেক উপজাতি বসবাস করে। নির্মাণ কাজ সমাপ্ত করার পাশাপাশি মাসজিদের দাওয়া সেন্টারের মাধ্যমে স্থানীয় গ্রামবাসী ও উপজাতীদের মধ্যে দাওয়াতের কাজ শুরু করা হবে। গ্রামের আশেপাশের বাচ্চারা মাসজিদের দাওয়া সেন্টারে দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এজন্য জরুরী ভিত্তিতে মাসজিদের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা প্রয়োজন। বি:দ্র: আপনারা চাইলে সরাসরি মাসজিদের ব্যাংক একাউন্টে টাকা দিতে পারেন। ১০০/৫০০/১০০০/৫০০০/১০০০০ টাকা ইত্যাদি যার যতটুকু দানের ইচ্ছা, আপনারা প্লিজ সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এছাড়া পোস্টের সাথে সংযুক্ত ছবি/ফ্লায়ারের মোবাইল নম্বর গুলিতে টাকা পাঠাবেন না।Check referral link Check webDonation informationBank Name: Al-Arafa Islami Bank Account: 0751120062152 Account name: Avijatrik Jame Masjid and Dawa Center Branch: Dinajpur Branch Reference: Sadaqah Made EasyMobile banking Bkash/Nagad Number: 01720803305 Ref: Sadaqah Made Easy Type: Personal

কারাগারে মজলুম মানুষের মুক্তির জন্য ফান্ডিং
  • 08 Aug, 2024

কারাগারে মজলুম মানুষের মুক্তির জন্য ফান্ডিং

শাইখ হারুন ইজহার পরিচালিত আল কুরআন দারসের তত্ত্বাবধানে কারাগারে মজলুম মানুষের মুক্তির জন্য ফান্ডিং। আলহামদুলিল্লাহ মযলুমদের জামিন প্রক্রিয়া অব্যাহত আছে। জরুরী আর্থিক সহয়তায় এগিয়ে আসুন। শাইখ হারুন ইজহার হাফি।যাকাত দিতে চা ইলে রেফারেন্সে "zakat" উল্লেখ করতে হবে।Check referral link Check social linkDonation informationBank Name: Islami Bank Bangladesh Ltd. Account: 20502880201583913 Account name: MD. AZIZ UDDIN Branch: Dewanhat, ChittagongMobile banking Bkash Number: 01913419607 Ref: Sadaqah Made Easy Type: PersonalNagad Number: 01959454502 Ref: Sadaqah Made Easy Type: Personal

সাব'আ সানাবিল মসজিদ কমপ্লেক্স
  • 12 Feb, 2024

সাব'আ সানাবিল মসজিদ কমপ্লেক্স

সাব'আ সানাবিল মসজিদ কমপ্লেক্স ও আমাদের একটা স্থায়ী অফিস ও দাওয়াহ সেন্টার কেন এত প্রয়োজন? আমরা অনেকেই মসজিদ, মাদ্রাসা নির্মাণে অর্থ ব্যয় করতে চাই কিন্তু ম্যানেজমেন্ট এর পেছনে অর্থ করতে আমাদের ভীশন অনাগ্রহ। অথচ একটা গাড়ি চালাতে হলে এর তেলের খরচ আপনাকে বহন করতে হবে না হলে আপনি গাড়ি কিনলে গাড়ি দিয়ে কোন কাজ করতে পারবেন না। এই যে আপনাদের অর্থের মাধ্যমে সাব'আ সানাবিল ফাউন্ডেশন খাগড়াছড়ি, বান্দরবান রাঙ্গামাটি, কুড়িগ্রাম নীলফামারী সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মসজিদ ভিত্তিক মাদ্রাসা, কমিউনিটি টিউবওয়েল, এতিম ছাত্রদের স্পনসর্শিপ সহ অভাবী মানুষদের সহায়তা করে যাচ্ছে তার জন্য একটা টিম দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে যাচ্ছে নিয়মিত আলহামদুলিল্লাহ। একটা জিনিস অনেকেই জানেন আমাদের এডমিন প্যানেলের ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে থাকেন এবং কেউ ফাউন্ডেশন থেকে একটা পয়সাও পারিশ্রমিক নেন না। এই ম্যানেজমেন্ট টিমকে সমন্বয় করতে আমাদের একটি স্থায়ী জায়গা প্রয়োজন যে জায়গা থেকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি মসজিদ কমপ্লেক্স ও দাওয়াহ সেন্টার। আমাদের একটি স্বপ্ন আছে, এই যে দেশের বিভিন্ন প্রান্তের আমাদের মসজিদভিত্তিক মাদ্রাসা গড়ে উঠছে সেই ছাত্রগুলো কে আমরা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে আমরা একসময় আমাদের মসজিদ কমপ্লেক্স থেকে যোগ্য শিক্ষকদের মাধ্যমে প্রতি সপ্তাহে অনলাইনে কিছু ক্লাসের ব্যবস্থা করবো যাতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ছাত্র গুলো বিভিন্ন কুসংস্কার ও বিদাআত থেকে বেরিয়ে আসতে পারে ইন শা আল্লাহ। ইনশাআল্লাহ এই অফিস থেকেই আমাদের জেনারেল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-শিক্ষকদের জন্য মাদানী নেসাবের উপর একাডেমিক ভিডিও কনটেন্ট, বিভিন্ন টপিকের উপর ওস্তাদদের আলোচনা সহ সকল ধরনের ভিডিও কনটেন্ট প্রোডাকশন করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এ সকল কাজের প্রাণকেন্দ্র হতে যাচ্ছে আমাদের এই মসজিদ কমপ্লেক্স যেখানে থাকবে সাব'আ সানাবিল ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়। কারণ আমরা বিশ্বাস করি ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে তা সাস্টেইনেবল হবার সম্ভাবনা কম, তাই দাওয়াহ সেন্টার ও মসজিদ কমপ্লেক্স কে কেন্দ্র করেই আমাদের স্থায়ী অফিসের পরিকল্পনা চলছে ইন শা আল্লাহ। আমাদের দাওয়াহ সেন্টারের ভাই বোনরা বিগত ৩ বছর যাবৎ অল্প অল্প সাদাকা জমা করে এই মসজিদ কমপ্লেক্স এর জমি ক্রয় বাবদ প্রায় ১৫ শতাংশ টাকা জমা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের কাজের পরিধি আলহামদুলিল্লাহ দিন দিন বাড়ছে, প্রতি মাসেই দাওয়াহ সেন্টারের মাধ্যমে কিছু অভাবী মানুষকে সহযোগিতা করা হয় তাই চাইলেও এই ভাইবোনদের সাদাকা আমরা সম্পূর্ণটা জমি ক্রয় বাবদ ব্যবহার করতে পারি না। আপনারা সবাই এই জমির অংশগ্রহণ না করলে আমাদের জন্য এই প্রজেক্ট সম্পন্ন করা অনেক কঠিন হয়ে যাবে। যে চারটি উপায় আপনারা এই সাদকায়ে জারিয়া তে অংশগ্রহণ করতে পারবেন: ১. এক স্কয়ার ফিট জমি ক্রয়ের সাদাকা প্রদানের মাধ্যমে, প্রতি স্কয়ার ফিটে দাম আসবে ৮০০০ টাকা। ২. মারকাজ মসজিদ কমপ্লেক্স এর একজন প্রতিষ্ঠাতা সদস্য হবার মাধ্যমে। জমি ক্রয়ের জন্য কেউ ন্যূনতম ৫০ হাজার টাকা সাদাকা করলে আমরা তাকে মারকাজ মসজিদ কমপ্লেক্স এর একজন প্রতিষ্ঠাকালীন সদস্য বলে গণ্য করব। ৩. যে কোন পরিমাণ সাদাকা প্রদানের মাধ্যমে। ৪. যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানে এমন কোন ব্যক্তি নেই যার একটি পোস্ট শেয়ারের মাধ্যমে অনেক লোক জানতে পারবে তাই আপনাকে অনুরোধ করব নিজের ওয়ালে বা এই পোস্ট শেয়ার করে আপনার পরিচিতদের কে সদকায়ে জারিয়া প্রজেক্টে যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ। নোট: আমাদের এই প্রোজেক্টের জন্য ৪০শতাংশ টাকা উঠে আসলে আমরা মসজিদ কমপ্লেক্সের জায়গা নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করব ইনশাআল্লাহ। যখনই জায়গা নির্বাচন করা হবে আপনাদেরকে আমাদের এই পেইজের মাধ্যমে আপডেট জানানো হবে ইনশাআল্লাহ।Check referral link Check webDonation informationBank Name: Islami Bank Bangladesh Ltd Account: 20507310100010403 Account name: Saba Sanabil Foundation Branch: Kalampur SME (Dhaka North) Reference: Sadaqah Made EasyMobile banking Bkash/Nagad/Rocket Number: 01309336883 Ref: Sadaqah Made Easy Type: Personal

Winter Relief - 24
  • 12 Jan, 2024

Winter Relief - 24

Winter Relief - 24 প্রতি বছর, বাংলাদেশের উত্তরবঙ্গের হাড়কাঁপানো শীত অসংখ্য মানুষের জীবনকে কঠিন করে তোলে। এই বছরও, সেখানে ভয়াবহ ঠান্ডার পূর্বাভাস রয়েছে। শীতের এই তীব্রতা শুধু অসুবিধার নয়, বরং সেখানে বসবাসরত শিশুদের জন্য জীবনযাত্রার প্রতিটি মুহূর্তকেই কষ্টকর করে তোলে। বিশেষত, হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের নামাজ বা কুরআন পড়ার জন্যে প্রতিদিন বেশ কয়েকবার বরফ ঠান্ডা পানি দিয়ে করে ওজু করতে হয় যেটা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। মশাল আলো ট্রাস্ট শীতের সেই তীব্রতা থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গের প্রান্তিক মাদ্রাসার শিশুদের মাঝে চামড়ার মোজা এবং শীতের চাদর বিতরণের উদ্যোগ নেয়া হচ্ছে, ইনশা আল্লাহ। চামড়ার মোজা পরার ফলে, ওজুর সময় পা না ভিজিয়ে উপর দিয়ে মাসেহ করে নিলেই হবে, ইনশাআল্লাহ্‌। আমাদের লক্ষ্য ১৫০-২০০ জন তালিবুল ইলম’এর জন্য এই শীতের উপহার পৌঁছে দেয়া। (ফান্ড রেইজের পরিমাণের উপর ভিত্তি করে এই সংখ্যা বাড়ানো হতে পারে।) আপনাদের সহায়তায়, ইনশাআল্লাহ, এই শীতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। আপনার প্রতিটি ডোনেশন এই শিশুদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে।Check referral link Check social linkDonation informationBank Name: Agrani Bank PLC Account: 0200021485744 Account name: Moshal Alo Trust Branch: Karatia Branch, TangailMobile banking Bkash Number: 01636817977 Ref: Sadaqah Made Easy - WR Type: PersonalNagad Number: 01636817977 Ref: Sadaqah Made Easy - WR Type: Personal

রিসালাতুল ইসলাম এর স্টুডিও প্রজেক্ট
  • 22 Apr, 2023

রিসালাতুল ইসলাম এর স্টুডিও প্রজেক্ট

রিসালাতুল ইসলাম বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি সুন্দর সুযোগ!! আপনিও যুক্ত হতে পারেন! রিসালাতুল ইসলাম বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। লক্ষ্য, সর্বস্তরের মুসলিম জনসাধারণের জন্য অনলাইনে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানটি জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা এর দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের একটি অঙ্গপ্রতিষ্ঠান। লাখো লাখো মানুষের কাছে ইসলামিক কন্টেন্ট পৌছে দিয়েছে রিসালাতুল ইসলাম। রিসালাতুল ইসলাম বাংলাদেশের কিছু কার্যক্রম: রিসালাতুল ইসলামের অধীনে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আছে। সেখানে বিভিন্ন সমসাময়িক ইসলামী আলোচনা নিয়মিত আপলোড হয়। মনীষীদের সাক্ষাৎকার, প্রচলিত বিদআতের খণ্ডন, কুরআন-হাদীছ-মাযহাব-রমজান-বিতর-কুরবানী-তারাবীহ-যাকাত-হজ্জ-জুমুআর আলোচনা-তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামী গল্প ইত্যাদি নানান বিষয়ে এ পর্যন্ত সাতশরও বেশি ভিডিও এসব প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। এর অধীনে একটি গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠানও আছে RIBD Publication নামে। এ পর্যন্ত সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আরোও অনেকগুলো গ্রন্থ প্রকাশের কাজ এগিয়ে চলছে। তাছাড়া বিভিন্ন দাতব্য কাজে অংশগ্রহণের উদ্যোগ গ্রহণ করে থাকে রিসালাতুল ইসলাম। সাধারণ শিক্ষিত ভাইদের দ্বীনের মৌলিক শিক্ষার জন্য রিসালাতুল ইসলামের অনন্য উদ্যোগ- দ্বীনিয়াত শিক্ষা কোর্স। এ পর্যন্ত দুটি কোর্স সফলভাবে শেষ হয়েছে। এখন তৃতীয় কোর্স চলমান। অনেকগুলো উদ্যোগ পরিকল্পনাধীন রয়েছে: ঐতিহাসিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টারি তৈরি। মহিলাদের দ্বীনিয়াত শিক্ষার আয়োজন করা। শিশু-কিশোরদের জন্য দ্বীনিয়াত শিক্ষার আয়োজন করা। কুরআন শিক্ষা ও আরবী ভাষা শিক্ষার আলাদা কোর্স চালু করা। বিষয়ভিত্তিক ওয়েবিনার ও সেমিনার আয়োজন করা। ইসলাম প্রচারে অনলাইন ও অফলাইনভিত্তিক সময়োপযোগী নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা। কাজের পরিধি সম্প্রসারণ করার লক্ষ্যে রিসালাতুল ইসলাম এবার একটি স্থায়ী হলরুম এবং নিজস্ব অডিও ভিডিও স্টুডিও নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা আন্তরিক দোআ কামনা করছি। এ প্রজেক্টের কাজ এগিয়ে নিতে যে পরিকল্পনা, আসবাব-পত্র, লোকবল ও অর্থ প্রয়োজন আল্লাহ যেন তার ব্যবস্থা করে দেন। আর দ্বীনের আহ্বান ও দাওয়াত পৌছে দেওয়ার এ সুন্দরতম আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজেকে সংযুক্ত করার চিন্তা যারা করেন তাদের জন্য এটা একটা সুন্দর সুযোগ। রিসালাতুল ইসলাম বিডির এ আয়োজনে সবাই নিজেকে আপন আপন স্থান থেকে যুক্ত করতে পারি। সার্বিক তত্ত্বাবধানে: মুফতি মাহমুদুল হাসান মুহতামিম, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা খতীব, গ্রীন রোড ডরমেটরি জামে মসজিদ

দ্বীনের প্রচারে ও ইলমের প্রসারে সাদকায়ে জারিয়ার একটি ক্ষেত্র মারকাযুন নাহদা
  • 17 Mar, 2022

দ্বীনের প্রচারে ও ইলমের প্রসারে সাদকায়ে জারিয়ার একটি ক্ষেত্র মারকাযুন নাহদা

"আমার আর্থিক চাপগুলো আপনারা সবাই মিলে ভাগ করে নেন৷ আর আমি দুইটা বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করি। আল্লাহ যদি তাওফীক দেন, আপনার সাদাকার ফলাফল দুনিয়াতেই দেখতে পাবেন ইন শা আল্লাহ। আর মৃত্যুর পর তা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে.. বি-ইযনিল্লাহ সুষ্ঠু ও সমন্বিত কারিকুলাম প্রস্তুত, পাঠ্যপুস্তক প্রণয়ন, মেয়েদের জন্য ডিপ্লোমা ইন ইসলামিক শারীয়ার বাস্তবিক প্রয়োগ, প্রতিষ্ঠানসমূহের শতভাগ মান নির্ণয়, শিশুদের প্রতিষ্ঠান ও মহিলা মাদরাসাসমূহের মানোন্নয়নসহ আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে শিক্ষাকেন্দ্রিক। ইন শা আল্লাহ সবই সম্ভব৷ আপনি কী করতে পারেন? দু'আ করতে পারেন; মারকাযের মেম্বার হয়ে কিংবা ইলম ও দাওয়া ফান্ডের মেম্বার হয়ে নিয়মিত সাদাকাহ করতে পারেন; সামর্থ্য অনুযায়ী এককালীন সাদাকাহ করতে পারেন; আমাদের ম্যানেজমেন্টে যাকাত প্রদান করতে পারেন। ইন শা আল্লাহ, বেঁচে থাকলে আপনারা আপনাদের সাদাকার প্রত্যক্ষ ফলাফল দেখতে পাবেন৷ আপনারা তো মারকাযুন নাহদা দেখছেন। আতফাল দেখছেন৷ মা'হাদুন নাহদা দেখছেন। মাদরাসাতুল মুহসিনীন দেখছেন৷ সবই আপনাদের সাদাকার অর্থে প্রতিষ্ঠিত। সবাই তো সাওয়াব পাচ্ছেন; প্রতিষ্ঠানসমূহের ঋণের বোঝা এককভাবে কেন আমার একার মাথার উপর থাকবে বলেন? যত দূর যাওয়া সম্ভব, আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না৷ আসুন না এগিয়ে! আমাদের দরকার ইলম ও দাওয়া ফান্ডের কয়েকশ জন মেম্বার; কয়েক শ জন মারকাযুন মাহদার লাইফটাইম/জেনারেল কিংবা ফাউন্ডার মেম্বার। এ ছাড়াও এককালীন যে কোনো সাদাকাহ করতে পারেন। আপনার এককালীন এক টাকা সাদাকাও রবের পক্ষ থেকে বারাকাহ নিয়ে আসতে পারে। এই রমাদানে প্রতিদিন সাদকায়ে জারিয়া খাতে কিছু কিছু সাদাকাহ করুন। আর আমাদের মেম্বার হয়ে বারো মাস পাশে থাকুন। বিস্তারিত কমেন্টবক্সে। আপনার শেয়ারও সাদাকাহ হতে পারে।" পরিচালক উস্তায Hafiz Al Munadi হাফিজাহুল্লাহর টাইমলাইন থেকে। মারকাযুন নাহদার ফাউন্ডার মেম্বার হতে অথবা প্রতি মাসে লাইফটাইম বা জেনারেল মেম্বার হিসাবে সাদাকাহ করতে অনুগ্রহপূর্বক পূরণ করুন নিম্নোক্ত গুগল ফরমটি - https://forms.gle/BqSXVntdp1p4tx5v8 জাযাকুমুল্লাহু খাইরান

আল মাদরাসাতুল ইসলামিয়া মাহাদুল ঈমান চট্টগ্রাম
  • 09 Feb, 2022

আল মাদরাসাতুল ইসলামিয়া মাহাদুল ঈমান চট্টগ্রাম

দ্বীন-দরদী এবং বিত্তবান ভাইয়েরা এগিয়ে আসুন।জেনারেল ভাইদের ইলম অর্জন করার এই প্রতিষ্ঠানের স্থায়ী জমি এবং স্থায়ী ভবনের পরিকল্পনা আরো আগে থেকে। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়ার কার্যক্রম শুরু করেছে আলহামদুলিল্লাহ। বাজেট সংগ্রহ: এই কাজের বাজেট সংগ্রহ কমিটির পরামর্শক্রমে শুরু হয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে এই বড় এবং মহৎ কাজের জন্য এগিয়ে আসুন।বিশ্বস্ততার জন্য সরাসরি মাদ্রাসায় যোগাযোগ করুন। আরো জানতে, 01706880929, 01858721559 Check Referral Link