Type something to search...

গাজায় কেউ সহায়তা করতে ইচ্ছুক হলে

গাজায় কেউ সহায়তা করতে ইচ্ছুক হলে

গাজায় খাবার বিতরণ: ভিডিও দেখুন

গাজায় একটা শহিদ পরিবারে কিছু হাদিয়াঃ ভিডিও দেখুন

মিশরের ১ হাজার পাউন্ড কিনতে বাংলা টাকা ২৫৮০ টাকা লাগে। মিশরের ১ হাজার পাউন্ড গাজায় পাঠালে সেখানে জায়গা বিশেষে ৫২/৫০/ শেকেল। মিশরে আমি কয়েকবার গিয়েছি।মিশরের যারা গাজার মানুষ আশ্রয় নিয়েছে তাদের নিজ পরিবারের অনেক সদস্যই গাজায় আছেন আমি সরাসসরি কথা বলি ভিডিও কলে গাজার বিভিন্ন এলাকা দেখি। টাকা পাঠালে হাতে পেতে নির্দিষ্ট ব্যক্তির কাছে ৪/৫ দিন লেগে যায় অনেক সময়ে।অনেক জায়গায় দ্রুত পাওয়া যায়। সেখানে তো আর যাতায়াত ও দোকান মোড়ে মোড়ে নাই।মনে করেন মিরপুরে টাকা পাঠাবেন। সেই ব্যক্তি কে টাকা নিতে আসতে হচ্ছে গুলিস্তানে।

Share :