Type something to search...

Hope for Amanullah, Project Empowerment 25

Hope for Amanullah, Project Empowerment 25

মরণব্যাধি ‘ক্যান্সারে’ আক্রান্ত আমানুল্লার খরচের ভার বইতে পারছে না পরিবার। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র উৎস ছোট্ট মুদি দোকানটিও। দোকানটি পুনরায় চালু করতে এগিয়ে আসুন।

আমানুল্লাহ— ১৬/১৭ বছর বয়সী এক তরুণ, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন পুরোপুরি শয্যাশায়ী। সম্প্রতি কোমরে অপারেশন হলেও দুঃখজনকভাবে ক্যান্সার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। তার পরিবারের সঞ্চয় ও সামর্থ্য ইতোমধ্যেই শেষ হয়ে গেছে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে। তার বৃদ্ধ বাবা একসময় ভ্যান চালিয়ে যা আয় করতেন, এখন বয়সের ভারে সেটিও আর সম্ভব নয়। 

অভাবের তাড়নায় তাদের বসতঘরের সামনের ছোট্ট একটি মুদি দোকান চালু করেন, যেটি ছিল পরিবারের শেষ ভরসা। কিন্তু পুঁজির অভাবে বহুদিন আগে দোকানটি বন্ধ হয়ে যায়— নতুন করে মালামাল তোলার মত আর কোনো সক্ষমতা নেই।

• প্রজেক্ট স্পট: খাসকাওলিয়া পাড়া, মধ্য জোতপাড়া, চৌহালী, সিরাজগঞ্জ • আনুমানিক বাজেট প্রয়োজন: • দোকানটি পূর্ণভাবে চালু করতে এবং ভ্যানে ব্যাটারি সংযোজন করতে প্রয়োজন প্রায় ৪০,০০০ - ৪৫,০০০ টাকা।

• আমাদের লক্ষ্য: • দোকানটিতে নতুন করে মালামাল তুলে দিয়ে তা সচল করা, ইনশা আল্লাহ। • পর্যাপ্ত ফান্ড পেলে, তার বাবার পায়ে টানা ভ্যানে একটি ব্যাটারি সংযোজন করা, যেন আয়-রোজগার আবার শুরু হয়, ইনশা আল্লাহ।

অনুদান পাঠাতে:

Website: https://www.moshalalo.org/urgent-causes/PE25?purpose=PE25

Share :