Type something to search...

মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন

মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন

রমাদান মাসে অনেকে রিলায়েবল সোর্স ও যথার্থ জায়গা খুজেন দান-সাদাকা করার জন্য। এবার Ahmad Kaoser ভাই উদ্যোগ নিয়েছেন লক্ষীপুরের কয়েকটা মাদ্রাসার ছাত্রদের ইফতারের আয়োজন এর। আগ্রহীরা কন্ট্রিবিউট করতে পারেন ইন শা আল্লাহ।

রমজানের বারাকাহ ভাগ করে নিন!

এই রমজানে ২,০০০+ ত্বলিবুল ইলমের ইফতার করানোর উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ। আপনার দানের মাধ্যমে আপনি অসংখ্য ত্বলিবুল ইলম রোযাদারের দোয়ার অংশীদার হতে পারেন।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করায়, সে রোযাদারের সমান সওয়াব লাভ করবে, তবে রোযাদারের সওয়াব মোটেও কমানো হবে না।”

(তিরমিজি)

Share :