ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত
- Treatment
- 15 Jan, 2025
আসসালামু আলাইকুম ভাই সব, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন আমাদের সকলের প্রিয় ছোট ভাই রেজা কিডনির জটিল রোগে আক্রান্ত। তার দুটো কিডনিতেই নষ্ট হয়ে গেছে । ডাক্তারের ভাষ্য মতে যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন, যেখানে খরচ পড়বে আনুমানিক ৩০ থেকে ৭০ লাখ টাকা। তাই সকলের আন্তরিক দুআ এবং আর্থিক সাহায্যের প্রয়োজন। তাছাড়া প্রতিনিয়ত A+ রক্তের প্রয়োজন হবে ডায়ালাইসিস এর জন্য। তাই আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
+880 1709-665039
+880 1322-257101
এই দুইটি নাম্বার রেজার বড় ভাই আজিমের নাম্বার। যেকোনো কিছু জানতে বা বলতে চাইলে এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন।