দ্বীনের প্রচারে ও ইলমের প্রসারে সাদকায়ে জারিয়ার একটি ক্ষেত্র মারকাযুন নাহদা

"আমার আর্থিক চাপগুলো আপনারা সবাই মিলে ভাগ করে নেন৷ আর আমি দুইটা বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করি। আল্লাহ যদি তাওফীক দেন, আপনার সাদাকার ফলাফল দুনিয়াতেই দেখতে পাবেন ইন শা আল্লাহ। আর মৃত্যুর পর তা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে.. বি-ইযনিল্লাহ
সুষ্ঠু ও সমন্বিত কারিকুলাম প্রস্তুত, পাঠ্যপুস্তক প্রণয়ন, মেয়েদের জন্য ডিপ্লোমা ইন ইসলামিক শারীয়ার বাস্তবিক প্রয়োগ, প্রতিষ্ঠানসমূহের শতভাগ মান নির্ণয়, শিশুদের প্রতিষ্ঠান ও মহিলা মাদরাসাসমূহের মানোন্নয়নসহ আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে শিক্ষাকেন্দ্রিক। ইন শা আল্লাহ সবই সম্ভব৷ আপনি কী করতে পারেন?
দু'আ করতে পারেন; মারকাযের মেম্বার হয়ে কিংবা ইলম ও দাওয়া ফান্ডের মেম্বার হয়ে নিয়মিত সাদাকাহ করতে পারেন; সামর্থ্য অনুযায়ী এককালীন সাদাকাহ করতে পারেন; আমাদের ম্যানেজমেন্টে যাকাত প্রদান করতে পারেন। ইন শা আল্লাহ, বেঁচে থাকলে আপনারা আপনাদের সাদাকার প্রত্যক্ষ ফলাফল দেখতে পাবেন৷ আপনারা তো মারকাযুন নাহদা দেখছেন। আতফাল দেখছেন৷ মা'হাদুন নাহদা দেখছেন। মাদরাসাতুল মুহসিনীন দেখছেন৷ সবই আপনাদের সাদাকার অর্থে প্রতিষ্ঠিত। সবাই তো সাওয়াব পাচ্ছেন; প্রতিষ্ঠানসমূহের ঋণের বোঝা এককভাবে কেন আমার একার মাথার উপর থাকবে বলেন? যত দূর যাওয়া সম্ভব, আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না৷ আসুন না এগিয়ে!
আমাদের দরকার ইলম ও দাওয়া ফান্ডের কয়েকশ জন মেম্বার; কয়েক শ জন মারকাযুন মাহদার লাইফটাইম/জেনারেল কিংবা ফাউন্ডার মেম্বার। এ ছাড়াও এককালীন যে কোনো সাদাকাহ করতে পারেন। আপনার এককালীন এক টাকা সাদাকাও রবের পক্ষ থেকে বারাকাহ নিয়ে আসতে পারে।
এই রমাদানে প্রতিদিন সাদকায়ে জারিয়া খাতে কিছু কিছু সাদাকাহ করুন। আর আমাদের মেম্বার হয়ে বারো মাস পাশে থাকুন। বিস্তারিত কমেন্টবক্সে। আপনার শেয়ারও সাদাকাহ হতে পারে।"
পরিচালক উস্তায Hafiz Al Munadi হাফিজাহুল্লাহর টাইমলাইন থেকে।
মারকাযুন নাহদার ফাউন্ডার মেম্বার হতে অথবা প্রতি মাসে লাইফটাইম বা জেনারেল মেম্বার হিসাবে সাদাকাহ করতে অনুগ্রহপূর্বক পূরণ করুন নিম্নোক্ত গুগল ফরমটি - https://forms.gle/BqSXVntdp1p4tx5v8
জাযাকুমুল্লাহু খাইরান