রিসালাতুল ইসলাম এর স্টুডিও প্রজেক্ট

  • 22 Apr, 2023
রিসালাতুল ইসলাম এর স্টুডিও প্রজেক্ট

রিসালাতুল ইসলাম বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি সুন্দর সুযোগ!! আপনিও যুক্ত হতে পারেন! রিসালাতুল ইসলাম বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। লক্ষ্য, সর্বস্তরের মুসলিম জনসাধারণের জন্য অনলাইনে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানটি জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা এর দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের একটি অঙ্গপ্রতিষ্ঠান। লাখো লাখো মানুষের কাছে ইসলামিক কন্টেন্ট পৌছে দিয়েছে রিসালাতুল ইসলাম।

রিসালাতুল ইসলাম বাংলাদেশের কিছু কার্যক্রম: রিসালাতুল ইসলামের অধীনে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আছে। সেখানে বিভিন্ন সমসাময়িক ইসলামী আলোচনা নিয়মিত আপলোড হয়। মনীষীদের সাক্ষাৎকার, প্রচলিত বিদআতের খণ্ডন, কুরআন-হাদীছ-মাযহাব-রমজান-বিতর-কুরবানী-তারাবীহ-যাকাত-হজ্জ-জুমুআর আলোচনা-তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামী গল্প ইত্যাদি নানান বিষয়ে এ পর্যন্ত সাতশরও বেশি ভিডিও এসব প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। এর অধীনে একটি গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠানও আছে RIBD Publication নামে। এ পর্যন্ত সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আরোও অনেকগুলো গ্রন্থ প্রকাশের কাজ এগিয়ে চলছে।

তাছাড়া বিভিন্ন দাতব্য কাজে অংশগ্রহণের উদ্যোগ গ্রহণ করে থাকে রিসালাতুল ইসলাম। সাধারণ শিক্ষিত ভাইদের দ্বীনের মৌলিক শিক্ষার জন্য রিসালাতুল ইসলামের অনন্য উদ্যোগ- দ্বীনিয়াত শিক্ষা কোর্স। এ পর্যন্ত দুটি কোর্স সফলভাবে শেষ হয়েছে। এখন তৃতীয় কোর্স চলমান।

অনেকগুলো উদ্যোগ পরিকল্পনাধীন রয়েছে: ঐতিহাসিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টারি তৈরি। মহিলাদের দ্বীনিয়াত শিক্ষার আয়োজন করা। শিশু-কিশোরদের জন্য দ্বীনিয়াত শিক্ষার আয়োজন করা। কুরআন শিক্ষা ও আরবী ভাষা শিক্ষার আলাদা কোর্স চালু করা। বিষয়ভিত্তিক ওয়েবিনার ও সেমিনার আয়োজন করা। ইসলাম প্রচারে অনলাইন ও অফলাইনভিত্তিক সময়োপযোগী নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা। কাজের পরিধি সম্প্রসারণ করার লক্ষ্যে রিসালাতুল ইসলাম এবার একটি স্থায়ী হলরুম এবং নিজস্ব অডিও ভিডিও স্টুডিও নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা আন্তরিক দোআ কামনা করছি। এ প্রজেক্টের কাজ এগিয়ে নিতে যে পরিকল্পনা, আসবাব-পত্র, লোকবল ও অর্থ প্রয়োজন আল্লাহ যেন তার ব্যবস্থা করে দেন। আর দ্বীনের আহ্বান ও দাওয়াত পৌছে দেওয়ার এ সুন্দরতম আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজেকে সংযুক্ত করার চিন্তা যারা করেন তাদের জন্য এটা একটা সুন্দর সুযোগ।

রিসালাতুল ইসলাম বিডির এ আয়োজনে সবাই নিজেকে আপন আপন স্থান থেকে যুক্ত করতে পারি।

সার্বিক তত্ত্বাবধানে: মুফতি মাহমুদুল হাসান মুহতামিম, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা খতীব, গ্রীন রোড ডরমেটরি জামে মসজিদ

Share :