Winter Relief - 24

Winter Relief - 24

Winter Relief - 24

প্রতি বছর, বাংলাদেশের উত্তরবঙ্গের হাড়কাঁপানো শীত অসংখ্য মানুষের জীবনকে কঠিন করে তোলে। এই বছরও, সেখানে ভয়াবহ ঠান্ডার পূর্বাভাস রয়েছে। শীতের এই তীব্রতা শুধু অসুবিধার নয়, বরং সেখানে বসবাসরত শিশুদের জন্য জীবনযাত্রার প্রতিটি মুহূর্তকেই কষ্টকর করে তোলে। বিশেষত, হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের নামাজ বা কুরআন পড়ার জন্যে প্রতিদিন বেশ কয়েকবার বরফ ঠান্ডা পানি দিয়ে করে ওজু করতে হয় যেটা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। মশাল আলো ট্রাস্ট শীতের সেই তীব্রতা থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গের প্রান্তিক মাদ্রাসার শিশুদের মাঝে চামড়ার মোজা এবং শীতের চাদর বিতরণের উদ্যোগ নেয়া হচ্ছে, ইনশা আল্লাহ। চামড়ার মোজা পরার ফলে, ওজুর সময় পা না ভিজিয়ে উপর দিয়ে মাসেহ করে নিলেই হবে, ইনশাআল্লাহ্‌।

আমাদের লক্ষ্য ১৫০-২০০ জন তালিবুল ইলম’এর জন্য এই শীতের উপহার পৌঁছে দেয়া। (ফান্ড রেইজের পরিমাণের উপর ভিত্তি করে এই সংখ্যা বাড়ানো হতে পারে।) আপনাদের সহায়তায়, ইনশাআল্লাহ, এই শীতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। আপনার প্রতিটি ডোনেশন এই শিশুদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে।


Donation information

  • Bank
    • Name: Agrani Bank PLC
    • Account: 0200021485744
    • Account name: Moshal Alo Trust
    • Branch: Karatia Branch, Tangail

  • Mobile banking
    • Bkash
      • Number: 01636817977
      • Ref: Sadaqah Made Easy - WR
      • Type: Personal
    • Nagad
      • Number: 01636817977
      • Ref: Sadaqah Made Easy - WR
      • Type: Personal
Share :