গাজ্জায় যাকাত পাঠাতে আগ্রহী যারা
- Zakat
- 13 Mar, 2025

খাবারের টেবিলে বসে উম্মাহর ভাইবোনদের স্বরণ রাখছি তো? বিগত অনেক দিন যাবত Sab'a Sanabil Foundation উম্মাহর পবিত্র ভূমিতে বাংলাদেশ থেকে সাধারণ সাদাকাহ ও যাকাতের নগদ অর্থ উম্মাহর মাজলুম ভাই-বোন, শহীদদের পরিবারদের মধ্যে বিতরণ করছে। সাব'আ সানাবিল ফাউন্ডেশন এ বছর আপনাদের প্রদানকৃত যাকাতের একটা অংশ আবারও গাজাবাসীদের জন্য বরাদ্দ করবেন ইন শা আল্লাহ। সাধ্যমত যাকাতের অংশ ক্ষতিগ্রস্ত উম্মাহ ও মাজলুমদের জন্য বরাদ্দ রাখতে পারব কি ইন শা আল্লাহ?
নোট:যাকাতের অর্থ পাঠানোর সময় মোবাইল ব্যাংকিং খরচ সহ পাঠাবেন কারণ আপনার দেয়ার যাকাত অনেক সময় আমাদের এমন কাউকে পাঠানো লাগতে পারে যাদেরকে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে পাঠানো হতে পারে সে ক্ষেত্রে সেই যাকাতের অর্থ পাঠানোর খরচ যাকাত প্রদানকারীকে দিতে হবে